তালাবদ্ধ এনটিআরসিএ কার্যালয়, স্মারকলিপি দিতে পারেননি ১৩-১৪তম নিবন্ধনধারীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০২:২৯ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৪, ০২:৪২ PM
আপিল বিভগের নির্দেশনা অনুযায়ী দ্রুত শুন্যপদে নিয়োগ বাস্তবায়নের দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআর) কার্যালয়ে গিয়েছিলেন ১৩তম ও ১৪তম নিবন্ধনের রিটকারীরা। তবে এনটিআরসিএর কার্যালয় তালাবদ্ধ থাকায় স্মারকলিপি জমা দিতে পারেননি তারা।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা ১১টায় ১৩তম ও ১৪তম রিট পিটিশনারদের একটি প্রতিনিধি দল এনটিআরসিএতে এ স্মারকলিপি জমা দিতে যান।
এ বিষয়ে ১৩-১৪তম শিক্ষক নিবন্ধনধারী রিটকারী বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ইউসুফ সেলিম বলেন, আপিল বিভাগের রায় বাস্তবায়নের দাবিতে আজক দুপুর ১১টার সময় এনটিআরসিএ কার্যালয়ে স্মারকলিপি দিতে গিয়ে এনটিআরসিএ অফিস তালাবদ্ধ দেখে ফিরে আসা হয়েছে। একটি সরকারি প্রতিষ্ঠান এভাবে বন্ধ রাখার এখতিয়ার কর্তৃপক্ষের নেই।১৩তমের ১২টি সিপি এবং ১৪তমের ৪টি সিপির মোট প্রায় ৩ হাজার রিটকারীকে অনতিবিলম্বে আপিল বিভাগের রায় অনুযায়ী নিয়োগ দিতে হবে।
তিনি আরও বলেন, আপিল বিভাগের রায় অনুযায়ী নিয়োগপ্রাপ্ত ২২০৭ জনের মতো তাদের রায়ও বাস্তবায়ন করতে হবে। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।