৫ম গণবিজ্ঞপ্তি কবে—জানালেন এনটিআরসিএ চেয়ারম্যান

সাইফুল্লাহিল আজম
সাইফুল্লাহিল আজম  © ফাইল ছবি

‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য হালনাগাদের কাজ চলছে। এই প্রক্রিয়া শেষ হলে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে। পরবর্তীতে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। খুব দ্রুত সময়ের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে।’

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপাকালে এ কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম।

এপ্রিলের মধ্যে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে—এমন খবর শোনা যাচ্ছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এনটিআরসিএ’র চেয়ারম্যান জানান, ‘আমরা এপ্রিলের আগেই ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই। এজন্য সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। শূন পদের তথ্য সংগ্রহের পরপরই গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষামন্ত্রী আমাদের দপ্তরে এসেছিলেন। শিক্ষক সংকট দূর করতে দ্রুত নিয়োগ কার্যক্রম পরিচালনার আহবান জানিয়েছেন। আমরাও চাচ্ছি দ্রুত শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করতে। আশা করছি এপ্রিলের আগেই ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারব।’

প্রসঙ্গত, স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে প্রতিবছর একাধিক গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে এনটিআরসিএ’র। এজন্য বছরে একাধিকবার শূন্য পদের তথ্যও সংগ্রহ করা হবে। 


সর্বশেষ সংবাদ