মসজিদভিত্তিক শিশু-গণশিক্ষা কেন্দ্রও খুলবে ১২ সেপ্টেম্বর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১, ১২:৩০ PM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২১, ০১:১৮ PM
আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমও পুনরায় শুরুর কথা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। তবে মানতে হবে করোনাকালীন নিরাপত্তার শর্ত।
বুধবার (৮ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশন চার শর্ত দিয়ে সব বয়স্ক ও সহজ কুরআন শিক্ষা কেন্দ্র চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় ও জেলা পর্যায়ে চিঠি পাঠিয়েছে।
সব জেলার ফাউন্ডেশনের পরিচালক ও উপ-পরিচালকদের কাছে পাঠানো ওই চিঠিতে জানানো হয়, সপ্তাহে প্রতি সোম ও বুধবার ক্লাস খোলা থাকবে।
চিঠিতে বলা হয়, সরকারের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ইসলামিক ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৭ম পর্যায়’ শীর্ষক প্রকল্পের আওতায় পরিচালিত শিক্ষা কেন্দ্রগুলোর মধ্যে সব বয়স্ক শিক্ষা কেন্দ্র এবং সহজ কুরআন শিক্ষা কেন্দ্রে আগামী ১২ সেপ্টেম্বর থেকে সশরীরে উপস্থিতির মাধ্যমে চারটি শর্তে সপ্তাহে দুদিন (সোম ও বুধবার) খোলা রেখে ক্লাস শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিচালক ও উপ-পরিচালকদের অনুরোধ জানানো হলো।
মানতে হবে চার শর্ত:
১) শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং প্রকল্প সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে। আবশ্যিকভাবে প্রত্যেককে মাস্ক পরিধান করা, কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও পানির ব্যবস্থা রাখতে হবে।
২) আবশ্যিকভাবে সামাজিক দূরত্ব রক্ষা করতে হবে।
৩) ক্লাস চলাকালে অভিভাবকদের শিক্ষা কেন্দ্রে উপস্থিতি নিরুৎসাহিত করতে হবে।
৪) শিক্ষকদের কোডিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণে উৎসাহিত করতে হবে।
দীর্ঘদিন বন্ধ থাকার পরে আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলে দিচ্ছে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় একইদিনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমও শুরু হচ্ছে।