উপানুষ্ঠানিক শিক্ষার ৩২ লাখ বই মুদ্রণের সিদ্ধান্ত স্থগিত

  © ফাইল ফটো

উপানুষ্ঠানিক শিক্ষার প্রকৃত শিক্ষার্থীর সংখ্যা জানা না থাকায় ৩২ লাখ বই মুদ্রণের সিদ্ধান্ত স্থগিত করেছে সরকার। সোমবার বিকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা যায়। 

মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, উপানুষ্ঠানিকের শিক্ষার্থীর সংখ্যা নিয়ে বিভ্রান্তি থাকায় ৩২ লাখ বই ছাপার সিদ্ধান্ত স্থগিত করা হয়। প্রকৃত শিক্ষার্থীর সংখ্যা জানা না থাকলেও একটি মহল ৩২ লাখ কপি বই ছাপার জন্য উদগ্রীব হয় বলে অভিযোগ ওঠে। এর সঙ্গে কয়েকজন মুদ্রণ ও প্রকাশক সমিতির নেতা জড়িত বলে জানা যায়। অন্যদিকে বাফার স্টকের ৩২ লাখ বই অপর একটি দেশ থেকে ছাপানো নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগও ওঠে। বিভ্রান্তি এড়াতেই বই ছাপার সিদ্ধান্ত স্থগিত রাখা হয় বলে জানা যায়।


সর্বশেষ সংবাদ