যানজট কমাতে স্কুল বাস চালু করতে হবে: মেয়র আতিক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৪ PM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৪ PM
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘ঢাকা শহরের স্কুলগুলোতে বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে শত শত গাড়ি। একজন শিক্ষার্থীর জন্য একটি গাড়ি ব্যবহার করা হয়। পরিবেশ রক্ষায় ও যানজট কমাতে স্কুল বাস চালু করতে হবে। এর ফলে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমে যাবে।’
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শেরাটন হোটেলে বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (বিজিসিসিআই) আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘স্কুল বাস সার্ভিস চালু হলে পরিবেশ দূষণ কমবে, যানজট কমবে এবং শিক্ষার্থীদের মধ্যে সামাজিক বন্ধনও সুদৃঢ় হবে। আমি এরই মধ্যে কয়েকটি স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলেছি তারা এ বিষয়ে একমত পোষণ করেছেন।’
আতিকুল ইসলাম বলেন, ‘অভিভাবকরা বাচ্চাদের নিরাপত্তার বিষয়ে চিন্তা করেন। চিন্তা করাটাও স্বাভাবিক। আমরা বাচ্চাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। স্কুল বাসগুলোতে সিসি ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার করে বাচ্চাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমরা জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে পরিবেশবান্ধব বৈদ্যুতিক স্কুল বাস চালু করার জন্যও কাজ শুরু করেছি।’
মেয়র বলেন, ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে বন্যা, ঘূর্ণিঝড় এবং উপকূলীয় এলাকায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে প্রতিদিন অসংখ্য লোক ঢাকায় চলে আসে। এর মধ্যে অনেকেই আশ্রয় নিচ্ছে বিভিন্ন বস্তিতে। আমরা লাউতলা খালের পাড়ে দুই হাজার চারা রোপণের কাজ শুরু করেছি। সেখানে দৃষ্টিনন্দন পার্ক ও ওয়াকওয়ে নির্মাণ করব। লাউতলা খাল সংলগ্ন উদ্ধার করা জমিতে একটি খেলার মাঠও নির্মাণ করা হবে।’
মেয়র বলেন, পুরো পৃথিবী আজ তিন ‘সি’ দ্বারা আক্রান্ত। এগুলো হলো- কোভিড, ক্লাইমেট চেঞ্জ ও কনফ্লিক্ট। সবাইকে এই তিনটি সি’র বিষয়ে সচেতন হতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ঢাকা শহর আজ ক্ষতিগ্রস্ত। সবাইকে দায়িত্ব নিতে হবে।
আরও পড়ুন : এসএসসি পরীক্ষার সময় রাজনৈতিক কর্মসূচি না দেয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
মেয়র আরও বলেন, ‘আমরা প্লাস্টিকের মাধ্যমে পরিবেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছি। যারা পানীয় উৎপাদন করছেন এবং প্লাস্টিকের বোতলে বাজারজাত করছেন, তাদের সরবরাহ করা বোতল রিসাইক্লিংয়ের দায়িত্ব নেওয়ার সময় এসেছে। তাদের চিন্তা করতে হবে কীভাবে এটা সংগ্রহ ও পুনরায় ব্যবহার করতে পারি। প্রয়োজনে আপনারা পানীয়ের দামের সঙ্গে আরও কিছু টাকা যোগ করুন।’
বিজিসিসিআই’র সহসভাপতি সিভাস্টিয়ান গ্রো’র সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে জলবায়ু বিজ্ঞানী এবং গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট’র পরিচালক ড. সালিমুল হক, বিজিসিসিআই’র সিনিয়র সহসভাপতি তরুণ পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।