এবারের এসএসসি দেবেন ১৬ লাখ শিক্ষার্থী  

এসএসসি পরীক্ষার্থী
এসএসসি পরীক্ষার্থী  © সংগৃহীত

প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও ২০২২ সালে যথাসময়ে অনুষ্ঠিত হচ্ছে না পরীক্ষা। এবারের পরীক্ষায় অংশগ্রহণ করছেন প্রায় ১৬ লাখ শিক্ষার্থী। তবে গত বছরের চেয়ে এবার এসএসসি পরীক্ষার থাকছে ব্যাপক পরিবর্তন।

এবারের পরীক্ষায় পূর্ণমান ১০০ নম্বরের পরিবর্তে নির্ধারিত থাকছে ৫০ নম্বর। আর তিন ঘণ্টার পরিবর্তে নেওয়া হবে দুই ঘণ্টায়। এছাড়া সকাল ১০টার পরিবর্তে ১১টা থেকে পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (৫ সেপ্টেম্বর) তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান তিনি।

আরও পড়ুন: ভবিষ্যতে বন্যা কবলিত এলাকায় স্থগিত থাকবে এসএসসি পরীক্ষা।

এ বছর এসএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। মাদ্রাসা বোর্ডে অংশগ্রহণ করবেন ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন। 

এছাড়া এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৫ লাখ ৮ হাজার ২৩৬ জন, মানবিক বিভাগের ৭ লাখ ৯০ হাজার ৯১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৩ লাখ ১ হাজার ৩৮৪জন।

পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বোর্ডে ৩ লাখ ৯৪ হাজার ৯৯৮ এবং সবচেয়ে কম শিক্ষার্থী বরিশাল বোর্ডে ৯৫ হাজার ৯৭৬ জন।


সর্বশেষ সংবাদ