জিএম কাদেরের গাড়িতে বাসের ধাক্কা, চালক আটক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ আগস্ট ২০২২, ১১:৫৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২২, ১২:০১ AM
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের গাড়িতে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। শনিবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর বনানী কার্যালয় থেকে উত্তরার বাসায় ফেরার পথে খিলক্ষেতে হোটেল লা মেরিডিয়ানের কাছে এ ঘটনা ঘটে।
তিনি বর্তমানে বাসায় বিশ্রামে আছেন, তবে শরীরে হাল্কা ব্যাথা অনুভব করছেন। পুলিশ চালকসহ বাসটিকে আটক করেছে।
আরও পড়ুন: বেকার সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেই: জিএম কাদের
জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জিএম কাদের বাসায় বিশ্রামে আছেন, তাকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন। জাপার নেতা-কর্মীরা তদন্ত সাপেক্ষে গাড়ি চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।
হুসেইন মুহাম্মদ এরশাদ জীবিত থাকাকালীন জিএম কাদের জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। শারীরিক অসুস্থতার দরুন ২০১৯ সালের ৫ মে তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন হুসেইন মুহাম্মদ এরশাদ। হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন।