পুলিশের আশ্বাস, সড়ক ছেড়েছেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা

পুলিশের আশ্বাস, সড়ক ছেড়েছেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা
পুলিশের আশ্বাস, সড়ক ছেড়েছেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা  © ফাইল ছবি

এনা পরিবহনের একটি বাসের ধাক্কায় উত্তরা মাইলস্টোন কলেজের এক শিক্ষার্থী আহত হয়। এ ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে রেখেছিল শিক্ষার্থীরা। প্রায় আড়াই ঘণ্টা পর সড়ক ছেড়েছেন তারা। সোমবার (২০ জুন) সন্ধ্যায় পুলিশের আশ্বাসে সড়ক ছেড়ে বাসায় ফেরেন তারা।

তবে শিক্ষার্থীরা সড়ক ছাড়লেও দীর্ঘক্ষণ অবরোধের কারণে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। এ তথ্য জানিয়েছেন ডিএমপি উত্তরা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) তাপস কুমার দাস৷

তিনি বলেন, বিকেল ৫টার দিকে শিক্ষার্থীরা তাদের সহপাঠীকে বাসচাপা দেওয়ায় নিরাপদ সড়ক ও বাসটির চালক ও হেলপারকে আটকের দাবিতে প্রথমে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় আন্দোলন শুরু করেন। সেখান থেকে পরে তারা চলে যান আজমপুর। সন্ধ্যায় তারা অবস্থান নেন উত্তরা রাজলক্ষ্মী এলাকার সড়কে।

পরে পুলিশের আশ্বাসে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে বাসায় ফিরে যান। সড়ক অবরোধে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী ছাড়াও আরও বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

আরও পড়ুন: উত্তরায় বাসচাপায় শিক্ষার্থী আহতের ঘটনায় সড়ক অবরোধ

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা সরে যাওয়ায় রাস্তায় আবারও যান চলাচল স্বাভাবিক হচ্ছে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে।

ডিএমপির উত্তরা ট্রাফিক বিভাগের উত্তরা পূর্ব জোনের সহকারী পুলিশ কমিশনার রফিকুল ইসলাম বলেন, বিকেল থেকে শিক্ষার্থীদের অবস্থানের কারণে সন্ধ্যা পর্যন্ত উত্তরা এলাকায় যান চলাচল বন্ধ ছিল। স্বভাবতই রাজধানীর এ ব্যস্ততম সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকায় একটা চাপ সৃষ্টি হয়েছে। তবে সন্ধ্যার পর শিক্ষার্থীরা রাস্তায় ছেড়ে চলে যাওয়ায় আবারও যান চলাচল শুরু হয়েছে।


সর্বশেষ সংবাদ