এসএসসি না এগিয়ে পদ্মা সেতুর উদ্বোধন পেছানোর দাবি 

পদ্মা সেতু
পদ্মা সেতু  © সংগৃহীত

বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে। একই দিনে এসএসসি পরীক্ষা থাকায় ২৫ জুন এর পরীক্ষা একদিন আগে ২৪ জুন নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতি নিন্দা ও প্র্রতিবাদ জানিয়ে বরং পদ্মা সেতু উদ্বোধনের তারিখ একদিন পেছানোর দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল। সংগঠনটি পরীক্ষার তারিখ পরিবর্তনে শিক্ষার্থীদের উপর মানসিক চাপ ও পরীক্ষার প্রস্তুতি বিঘ্নিত হতে পারে বলে মনে করছে। 

এ বিষয়ে রোববার (১২ জুন) বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল এর সভাপতি গৌতম চন্দ্র শীল ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের বিবৃতিতে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, “স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন শিক্ষার্থীদের উপর মানসিক চাপ প্রয়োগ ও পরীক্ষার প্রস্তুতিকে বিঘ্ন করবে বলে আমরা মনে করি। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই। সারাদেশে পদ্মা সেতু উদ্বোধনের আনন্দকে নির্বিঘ্নে উদযাপন করতে ২৫ জুনের পরিবর্তে ১ দিন আগে ২৪ জুন উদ্বোধন করলে এই আনন্দ উদ্বোধনের ঐতিহাসিক মাহেন্দ্রক্ষনে ভিন্নমাত্রা আনবে বলে আমরা বিশ্বাস করি।"


সর্বশেষ সংবাদ