বিয়ে না দেওয়ায় বাবাকে খুন করলো ছেলে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ জুন ২০২২, ১০:০১ PM , আপডেট: ০৭ জুন ২০২২, ১০:০১ PM
বরগুনার পাথরঘাটা উপজেলায় বিয়ে করাতে দেরি হওয়ায় ছেলের হাতে খুন হয়েছেন বৃদ্ধ এক বাবা। মঙ্গলবার (৭ জুন) পাথরঘাটা উপজেলা সদরের উত্তর হাতেমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিরঞ্জন শীল (৬০) পাথরঘাটার উত্তর হাতেমপুর এলাকার বাসিন্দা।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে সাড়ে ১১টার দিকে মারা যান নিরঞ্জন শীল।
আরও পড়ুন: ধর্ষণের পর বিয়ে না করায় প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন
নিহত নিরঞ্জন শীলের স্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বিয়ে করারা জন্য আমাদের চাপ দিচ্ছিল নেপাল। কিন্তু আমাদের ছেলে কোনো কাজ না করায় কেউ মেয়ে দিতে চান না। নেপালের ফুফু বিউটি তাকে বিয়ে করিয়ে দেবে এমন আশ্বাসে আমার স্বামীর কাছ থেকে জমি লিখে নিতে বলেন। এ নিয়ে বিভিন্ন সময় বাবা ও ছেলের মধ্যে ঝগড়া হতো। আজ সকালে এ নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় নেপাল তাঁর বাবার মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে।
তিনি আরও বলেন, আমার ছেলে কিছুটা মানসিক ভারসাম্যহীন। সে তার ফুফু বিউটি রানীর প্ররোচনায় এমন কাণ্ড ঘটিয়েছে। তাদের সঙ্গে আমাদের জমি-জমা সংক্রান্ত বিরোধ আছে। আমি এর বিচার চাই।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, এ ঘটনায় অভিযুক্ত নেপাল শীলকে ঘরে আটকে রেখেছিল স্থানীয়রা। পুলিশ গিয়ে তাকে থানা হেফাজতে নিয়ে আসে। নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।