ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে আগুন, যানজটে আটকা ফায়ার সার্ভিস

ভবনে আগুন
ভবনে আগুন   © সংগৃহীত

রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের নির্মানাধীন এলাকার একটি অস্থায়ী ভবনে আগুন লাগে। বুধবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে রওয়ানা হয় ৬টা ৩০ মিনিটে।দুটি ইউনিট ঘটনাস্থলে ৭টা ১৭ মিনিটে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে। 

তিনি বলেন, সড়কে বেশ যানজট ছিল। আমরা বারবার পুলিশের সঙ্গে যোগাযোগ করি। পুলিশ যানজট নিয়ন্ত্রণে কাজ  করে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।  

ব্র্যাক ইউনিভার্সিটির ওই নির্মাণ প্রকল্পে চীনের কর্মীরা কাজ করছে। তাদের থাকার স্থানেই আগুন লাগে। ওই ডরমেটরির তৃতীয় তলার টিনশেডে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা রাশেদ।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন সোয়া ৮টার দিকে নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। 


সর্বশেষ সংবাদ