অতিরিক্ত মদ্যপানে কলেজ শিক্ষকের মৃত্যু

শিক্ষক আব্দুল্লাহ আল মুনসুর
শিক্ষক আব্দুল্লাহ আল মুনসুর  © সংগৃহীত

অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে হাসপাতালে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য আজ বুধবার (১৬ মার্চ) সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে সাভার মডেল থানা পুলিশ। এর আগে ভোর ৫টার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত কলেজ শিক্ষকের নাম আব্দুল্লাহ আল মুনসুর। তিনি নান্দিনা নেকজাহান বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে শিক্ষকতা করতেন। মুনসুরের বাড়ি জামালপুরের নান্দিনায়। কলেজে তিনি কেরানির পাশাপাশি শিক্ষকতার কাজ করতেন।

আরও পড়ুন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৩তম মেধাতালিকার ভর্তি চলছে 

স্বজনরা জানান, মনসুর ঢাকার আশুলিয়ার কাঠগড়া এলাকায় আত্মীয়ের বাড়িতে এসেছিলেন।মঙ্গলবার রাতে এক স্বজনের সঙ্গে তিনি নবীনগরের একটি বারে গিয়ে মদপান করেন। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোরে মারা যান।

এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুবেল মিয়া জানান, ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।


সর্বশেষ সংবাদ