সেই তামান্নার জন্য ৩০ জন চিকিৎসক, পাচ্ছেন কৃত্রিম অঙ্গ

তামান্না আক্তার নূরার পাশে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী
তামান্না আক্তার নূরার পাশে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী  © সংগৃহীত

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আলীপুর গ্রামের রওশন আলী ও খাদিজা পারভীন শিল্পী দম্পতির সন্তান তামান্না আক্তার নূরা। জন্ম থেকেই দুই হাত ও একটি পা নেই। এক পায়ে লিখেই পিইসি, জেএসসি, এসএসসিতে পেয়েছে জিপিএ-৫। সবশেষ এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ অর্জন করেন তামান্না।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন দিয়ে কথা বলেন তামান্নার সঙ্গে। তাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তার স্বপ্ন পূরণে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। সে অনুযায়ী তিনি ‘বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে’ আবেদন করেছেন। এবার তামান্নার চিকিৎসারও সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।

আরো পড়ুন: জিপিএ-৫ পাওয়া সেই তামান্নার বঙ্গবন্ধু ট্রাস্টে শিক্ষাবৃত্তির আবেদন

জানা গেছে, শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে তাঁকে পরীক্ষা করেছেন ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক। তাঁদের পরামর্শ অনুযায়ী, এখন তাঁর চিকিৎসা চলবে। তাঁর শরীরে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের কাজ করবেন চিকিৎসকেরা। মঙ্গলবার (৮ মার্চ) চিকিৎসার জন্য ঢাকায় আসেন তামান্ন।

ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন গণমাধ্যমকে বলেন, ‘তামান্না আমাদের হাসপাতালে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তামান্নার খোঁজ নিচ্ছেন, তাঁর চিকিৎসার ব্যবস্থা নিতে বলেছেন। তাঁর জন্য কৃত্রিম পা ব্যবহার করা যায় কি না, সিদ্ধান্ত নেওয়া হবে পরীক্ষা-নিরীক্ষা করে।’

আরো পড়ুন: বিশ্বের সবচেয়ে দামি চায়ের চাষ বাংলাদেশে, কেজি ১৬ কোটি টাকা

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তাঁর সঙ্গে দেখা করেছেন। এ বিষয়ে তিনি ফেসবুকে বিস্তারিত জানিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্‌, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা আপা আমাদের অদম্য মেধাবী বোন তামান্না নূরার লেখাপড়ার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছেন। পাশাপাশি উন্নত চিকিৎসা তথা কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরানোর গুরুদায়িত্বও নিয়েছেন।

আরো পড়ুন: মুখ দিয়ে লিখে এইচএসসিতে জিপিএ ৪.৫৮ পেলেন উজ্জ্বল

শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনের তত্ত্বাবধানে প্রায় ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তামান্নাকে ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। সবাই তামান্নার জন্য দোয়া করবেন।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence