সন্ধ্যা থেকে বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক

বন্ধ থাকবে যেসব সড়ক
বন্ধ থাকবে যেসব সড়ক  © সংগৃহীত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। গতকাল রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আবাসিক হোটেল ও মেসে তল্লাশি চালানো হচ্ছে। আজ রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে চলাফেরা সীমিত করছে আইনশৃঙ্খলা বাহিনী। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন ভিআইপিরা। যার জন্য কয়েকটি সড়ক বন্ধ রাখা হবে। এসব নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব নির্দেশনা ২১ ফেব্রুয়ারি (সোমবার) দুপুর ২টা পর্যন্ত বলবৎ থাকবে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের ক্ষেত্রে সব নাগরিককে পলাশী ক্রসিং ও জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে প্রবেশ করতে হবে। অন্য রাস্তা ব্যবহার করা যাবে না। পরে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়েল চত্বরের দিকের রাস্তা দিয়ে বের হতে হবে।

আরও পড়ুন- একুশের আলপনায় সেজেছে জবি, থাকছে নানা আয়োজন

বকশিবাজার-জগন্নাথ হল ক্রসিং সড়ক; চাঁনখারপুল-রুমানা চত্বর ক্রসিং সড়ক; টিএসসি-শিববাড়ী মোড় ক্রসিং; উপচার্য ভবন-ভাস্কর্য ক্রসিং সড়ক গুলো বন্ধ থাকবে। এসব রাস্তায় গাড়ি নিয়ে কেউ যেতে পারবেন না। ২১ ফেব্রুয়ারি ভোর ৫টায় সায়েন্সল্যাব থেকে নিউমার্কেট ক্রসিং, কাঁটাবন ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং এবং ফুলবাড়িয়া ক্রসিং থেকে চাঁনখারপুল ক্রসিং পর্যন্ত প্রভাতফেরি উপলক্ষে সব ধরনের যাত্রীবাহী গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে। একুশের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠে ভিআইপি গাড়িগুলো পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। নগরবাসী নীলক্ষেত-পলাশী, পলাশী-ঢাকেশ্বরী সড়কে তাদের গাড়ি পার্কিং করতে পারবেন।

এদিকে উদযাপন কমিটি জানিয়েছে, করোনার কারণে এবার সীমিত পরিসরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন সর্বস্তরের মানুষ। সবাইকে মাস্ক পরে আসার অনুরোধ জানিয়েছেন তারা। একই সঙ্গে সংগঠন পর্যায়ে ৫ জন এবং ব্যক্তি পর্যায়ে এক সঙ্গে দুই জনের বেশি কাউকে বেদীতে শ্রদ্ধা জানাতে দেয়া হবে না বলেও জানান আয়োজক কমিটি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence