ধরে নেয়ার পর দুই মাদ্রাসাছাত্রকে ফেরত দিল বিএসএফ

ফেরত দিচ্ছে দুই শিক্ষার্থীকে
ফেরত দিচ্ছে দুই শিক্ষার্থীকে  © সংগৃহীত

দিনাজপুরের হিলি সীমান্তের জিরো পয়েন্ট এলাকা থেকে রবিবার সকালে দুই মাদ্রাসাছাত্রকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। পরে ওই দিন বিকালে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর সদস্যরা তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করেছে।

রবিবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সীমান্তের ২৮৫/১০ এস পিলার সংলগ্ন এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী উপস্থিত ছিল।

আরও পড়ুন: শাবিতে শিক্ষার্থীদের উপর পুলিশের গুলি-টিয়ার শেল

ফেরত আসা দুই শিক্ষার্থী হলো- আলীহাট গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রুহুল আমিন ও ওই এলাকার আরমান আলীর ছেলে রিফাত হোসেন। তারা দুজনই আলীহাট গাজী আমিনিয়া মাদ্রাসার ছাত্র।

হিলি আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আলম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, সকালে দুই শিক্ষার্থীকে সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে ওই দুই শিক্ষার্থীকে ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়। বিকেল ৫টার দিকে একই পিলার সংলগ্ন পতাকা বৈঠকের মাধ্যমে দুই শিক্ষার্থীকে ফেরত দেয় বিএসএফ। পরে তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: অর্থাভাবে পড়ালেখা বন্ধ হতে যাচ্ছে রাবি শিক্ষার্থীর

২০ বিজিবি ব্যাটালিয়ানের ক্যাম্প কমান্ডার ইয়াছিন আলী সংবাদমাধ্যমকে বলেন, সকালে ওই দুই ছাত্র হিলি বাজারে টিকা নিতে আসেন। টিকাগ্রহণ শেষে ভারতের পাশে সীমন্তে ঘুরতে যায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী তাদের ধরে নিয়ে যায়। তাদের ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দিলে তারা দুই মাদরাসাছাত্রের জন্মসনদ নিয়ে আসতে বলে।


সর্বশেষ সংবাদ