এবারও কী অর্ধেক যাত্রীতে বাড়বে বাস ভাড়া?
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ জানুয়ারি ২০২২, ০৮:২৫ PM , আপডেট: ১০ জানুয়ারি ২০২২, ০৮:৩৮ PM
করোনাভাইরাসের তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে চলাচলে নতুন করে দেয়া বিধিনিষেধে গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী বহন করতে বলা হলেও এবার আর ভাড়া না বাড়ানোর কথা জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।
আজ সোমবার (১০ জানুয়ারি) বিকেলে এটি জারি করা হয়। তবে এই প্রজ্ঞাপন জারির আগেই মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ভাড়া বাড়া বা না বাড়ার বিষয়ে যারা চূড়ান্ত আদেশ জারি করবে-সেই কর্তৃপক্ষ বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার জানিয়েছেন, তারা এখনও এ বিষয়ে কোনো আদেশ পাননি।
গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) নির্দেশ দেয়া হবে।
আরও পড়ুনঃ টিকা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া যাবে না, প্রজ্ঞাপন জারি
সেদিন তিনি বলেন, ‘গণপরিবহনের বিষয়ে আলোচনা হয়েছে। যদি করোনা আরও বৃদ্ধি পায়, তাহলে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচলের বিষয়ে নির্দেশ দেয়া হবে। এ ছাড়া আমরা বিআরটিএকে বলে দেব, ভাড়াটাড়া বাড়ানো যাবে না। এটা যেহেতু একটি স্পেশাল সিনারিও, সবাইকেই বুঝতে হবে।’
বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার এ বিষয়ে বলেন, ‘এটা মন্ত্রিপরিষদের বিষয়। আমাদের বিষয় না। আমরা এ ব্যাপারে নির্দেশনা পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ করব।’
সেটি কবে হবে- এমন প্রশ্নে তিনি বলেন, ‘প্রজ্ঞাপনটা যে জারি হয়েছে, সেটি আমরা সংবাদে দেখেছি। মন্ত্রণালয় হয়ে আমাদের কাছে আসার পর নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।’
সরকারের এই সিদ্ধান্ত বাসমালিকরা মানবেন কি না, জানতে চাইলে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘যে সিদ্ধান্ত নেবে, সেটা আমরা পালন করার চেষ্টা করব।’
২০২০ সালের মার্চে দেশে করোনার সংক্রমণ ধরা পড়ার পর সাধারণ ছুটি ঘোষণা করে গণপরিবহন বন্ধ করে দেয়া হয়। ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে গণপরিবহন চালুর সিদ্ধান্ত জানালে অর্ধেক যাত্রী বহন করার নির্দেশ দেয়া হয়। জানানো হয়, নির্ধারিত ভাড়ার ৬০ শতাংশ আদায় করা যাবে।