করোনা স্বাভাবিক থাকলে ফেব্রুয়ারিতেই প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২২, ০৯:১৩ AM , আপডেট: ০৯ জানুয়ারি ২০২২, ০৯:১৩ AM
করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে সরকারি প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হতে পারে। জানুয়ারিতে এই পরীক্ষা নেওয়ার কথা থাকলেও বই বিতরণ, ক্লাস শুরু করাসহ নানান কারণে তা নেওয়া সম্ভব হচ্ছে না। পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠক করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হতে পারে এ পরীক্ষা। তবে পরিস্থিতি খারাপ হলে পরীক্ষা নেওয়া হবে না।
আরো পড়ুনঃ করোনা কী হবে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে সিদ্ধান্ত?— জানা যাবে সোমবার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, কয়েক ধাপে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না। এটি নিয়ে মন্ত্রণালয় সভা করেছে। বৈঠকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত হয়েছে। তবে পুরো বিষয়টি নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।
২০২০ সালের ২৫ অক্টোবর প্রাথমিকের ইতিহাসে সবচেয়ে বড় এই নিয়োগ পরীক্ষার আবেদন শুরু হয়। আবেদনগ্রহণ শেষ হয় ২৪ নভেম্বর। ৩২ হাজার ৫৭৭টি পদের বিপরীতে আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী।