বাংলামোটরে রাহাত টাওয়ারে আগুন

রাহাত টাওয়ার
রাহাত টাওয়ার  © সংগৃহীত

রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারের ১১ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা ১১টা ৪ মিনিটে আগুন লাগার খবর আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, আমরা সকাল ১১টা ৪ মিনিটে বাংলামোটর টাওয়ারের ১১ তলায় আগুন লাগার খবর পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৯টি ইউনিট কাজ করছে।

ভবনটির ১১ তলায় আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতি ও হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

ভবনটিতে বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের অফিস ও যমুনা টিভির অফিসসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। ভবনটির ওপরে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিল খালিদ বলেন, সকাল ১১টা ৪ মিনিটে ভবনটিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।


সর্বশেষ সংবাদ