তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ছাত্র সংগঠনের সমাবেশে হিন্দি গান শুনলে কষ্ট পাই

বাংলা একাডেমিতে বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ
বাংলা একাডেমিতে বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ   © সংগৃহীত

কোনো ছাত্র সংগঠনের সমাবেশে হিন্দি গান শুনলে প্রচণ্ড কষ্ট পান বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলা একাডেমিতে আয়োজিত ‘মুজিববর্ষ উদযাপন’ অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এ তথ্য জানান।

আরও পড়ুন: বিদায়ী বছরে হারিয়েছি যেসব শিক্ষাবিদদের 

অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ সঙ্গীত পরিষদ। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির মহাসচিব ফেরদৌস হোসেন।

এ সময় মন্ত্রী বলেছেন, ‘শুদ্ধ বাঙালি সংস্কৃতির চর্চা এবং আবহমান বাংলার গান চর্চা আকাশ সংস্কৃতির হিংস্র থাবার কারণে এবং বিজাতীয় সংস্কৃতির অনুকরণে হুমকির সম্মুখীন।’

তিনি আরও বলেছেন, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙিনায় আসি, বিশেষ করে ছাত্রীদের বেশভূষার সাথে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ছাত্র-ছাত্রীদের মিল খুঁজে পাই না। সেজন্য মৌলিক সংস্কৃতি চর্চা আমাদের বাড়াতে হবে।

আরও পড়ুন: অধ্যক্ষের হয়রানিতে স্কুলভবন থেকে লাফ দিয়ে ছাত্রীর আত্মহত্যা

এখন মৌলিক সংস্কৃতি চর্চা ব্যাপকভাবে ছড়িয়ে দেয়ার সময় উল্লেখ করে তিনি জানিয়েছেন, সারা দেশে এর ঢেউ বয়ে দিতে পারলে এই ঢেউয়ে অপসংস্কৃতি, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা ভেসে যাবে।

আরও পড়ুন: শান্তিতে নোবেলজয়ী টুটু মারা গেছেন

এছাড়া এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি এইচ এম আশিকুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।


সর্বশেষ সংবাদ