শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড়, সেই মেয়র আ’লীগ থেকে বহিষ্কার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ০৩:১৩ PM , আপডেট: ২০ ডিসেম্বর ২০২১, ০৩:১৩ PM
জামালপুরের দেওয়ানগঞ্জে শিক্ষা কর্মকর্তাকে চড়া মারার অভিযোগে পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে এ সংক্রান্ত একটি পত্র গণমাধ্যমের হাতে আসে। মেয়র শাহনেওয়াজ শাহানশাহ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
আরও পড়ুন: রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু কাল
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী বহিষ্কারাদেশে বলেন, মেয়র শাহনেওয়াজ শাহানশাহ শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছনা করায় আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। যা দলের জন্য বিব্রতকর। সাংগঠনিক কার্যকলাপে লিপ্ত থাকায় এবং দলের শৃঙ্খলা ফেরাতে শাহনেওয়াজ শাহানশাহকে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কারপূর্বক অব্যাহতি দেওয়া হয়।
আরও পড়ুন: বিয়ের পর থেকেই মাহমুদাকে নির্যাতন করতেন স্বামী আনিসুল
এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে শহীদ মিনারে দেওয়ানগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে লাঞ্ছিত করার অভিযোগে ওইদিনই থানায় মামলা হয় মেয়রের বিরুদ্ধে।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অভিযোগ অস্বীকার করে পৌর মেয়র জানিয়েছিলেন, ওই কর্মকর্তা সাবেক শিবির ও বিএনপির নেতা ছিলেন। তার ছোট ভাই বর্তমানে জামালপুর জেলা জামায়াতের নায়েবে আমীর। তাকে ফাঁসাতে পরিকল্পিতভাবে মিথ্যা বানোয়াট অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন: যেসব বিষয় গুগলে সার্চ করলে হতে পারে বিপদ
রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে পৌর মেয়রের অপসারণ ও গ্রেফতার দাবিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হলে পৌর মেয়রকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।