তাপমাত্রা ৯ ডিগ্রিতে নেমেছে, আরও কমার আভাস

আবহাওয়া অফিস
আবহাওয়া অফিস  © ফাইল ছবি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৯ ডিগ্রি সেলসিয়াসে। আগামী তিন দিনে আরও কমার আভাস রয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে ভোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৯ ডিগ্রি সেলসিয়াস; চলতি মৌসুমে এটা সর্বনিম্ন তাপমাত্রা। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে শীতল আবহাওয়া

এক পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, এই অবস্থায় শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে।

আরও পড়ুন: ড্রাগন ফল চাষের উপযোগী নোয়াখালীর মাটি ও আবহাওয়া

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় উত্তর-উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৫ থেকে ১০ কিলোমিটার। আগামী রবিবার (১৯ ডিসেম্বর) পর্যন্ত রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমবে।

 


সর্বশেষ সংবাদ