নটরডেম ছাত্রের মৃত্যু: ডিএসসিসির ৯ চালক বরখাস্ত

ডিএসসিসির লোগো।
ডিএসসিসির লোগো।  © ফাইল ফটো

রাজধানীর গুলিস্তানে ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

তিনি বলেন, নিজের নামে বরাদ্দকৃত গাড়ি নিজে না চালিয়ে করপোরেশনের গাড়ি চালক নন এমন ব্যক্তিকে দিয়ে অবৈধভাবে গাড়ি চালানোর দায়ে ৯ জন চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন: মশার ঘুমের ওষুধ এনেছে সিটি করপোরেশন 

এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারি চাকরি বিধিমালা, ২০১৯ এর বিধি ৪৯ (ক), (খ) ও (ঘ) মতে যথাক্রমে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতার অভিযোগে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন: সিটি কর্পোরেশনের দখলেই জবির খেলার মাঠ, হতাশ শিক্ষার্থীরা

বরখাস্তকৃতরা হলেন- মো. কাওছার আলী, মো. বেলায়েত হোসেন, ফরিদ আহমেদ, মো. আব্দুল্লাহ, মো. জামাল উদ্দিন, মো. কবির হোসেন (২), মো. রবিউল আলম, মো. আজিম উদ্দিন ও মো. নুর জালাল শিকদার।


সর্বশেষ সংবাদ