শিং মাছের কাটার বিষে প্রাণ হারালেন চিকিৎসক

 শিং মাছের কাটার বিষে মৃত্যু হয়েছে মুরাদ
শিং মাছের কাটার বিষে মৃত্যু হয়েছে মুরাদ  © ফাইল ফটো

রংপুরের পীরগাছায় মাছ কিনতে গিয়ে শিং মাছের কাটার বিষে মৃত্যু হয়েছে মুরাদ (৩৮) নামের এক চিকিৎসক। নিহত যুবক উপজেলা প্রাণিসম্পদ বিভাগে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার রাত সাড়ে ১১টায় উপজেলার ছাওলা ইউনিয়নের আদম (ফকির বাড়ি) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চিকিৎসক ওই গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মো. শাহজাহান মিয়ার পুত্র। তিনি পাওটানাহাট দোকান মালিক ব্যবসায়ী সমিতির ১নং ব্লকের সদস্য।

সোমবর (১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ছাওলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাদশা আলম।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার উপজেলার পাওটানাহাটে মাছ কিনতে গিয়েছিলেন মুরাদ হাসান। মাছ বাজারে গেলে শিং মাছ তার পায়ের উপরে লাফ দিয়ে পড়ে। এ সময় তার পায়ের উপর শিং মাছটির কাটা বিঁধে যায়। এতে তিনি প্রচণ্ড ব্যথা পান। প্রথম দিনে ব্যথা টের না পেলেও পরের দিন মুরাদের পা ফুলে যায় এবং যন্ত্রণা অনুভব করতে থাকে। ব্যথা তীব্র হলে শনিবার রাত ৯টায় মুরাদকে রংপুরের ডক্টরস ক্লিনিকে চিকিৎসার জন্য নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।


সর্বশেষ সংবাদ