না বুঝে ফেসবুকে স্ট্যাটাস না দেওয়ার আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ অক্টোবর ২০২১, ০৩:৩৯ PM , আপডেট: ১২ অক্টোবর ২০২১, ০৩:৩৯ PM
দেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে কাজ করে যাচ্ছে সরকার। এ জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে না বুঝে কোনও বিষয়ে স্ট্যাটাস দেওয়া ও শেয়ার না করার আহ্বান জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে বরিশালে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক সেমিনারে এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দিনব্যাপী সেমিনারে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা অংশ নেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে এবং উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে অপতৎপরতা চালাচ্ছে স্বাধীনতাবিরোধী চক্র।