ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ল

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ল
ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ল  © ফাইল ফটো

করোনাভাইরাসের পরিস্থিতির কারণে ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ১৫ আগস্ট পর্যন্ত স্থল সীমান্ত বন্ধ থাকবে।

মঙ্গলবার (১০ আগস্ট) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। 

এ প্রসঙ্গে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। এটা আরও বাড়ানো হলো। এতদিন যে নিয়মে চলছিল, ১৫ আগস্ট পর্যন্ত একই নিয়মে চলবে।

তিনি আরও বলেন, যেহেতু আমাদের এখানে লকডাউন শিথিল করা হচ্ছে, ভারতেও সংক্রমণ অনেক কমে গেছে। আশা করা যাচ্ছে যে, এ সময়ের মধ্যে বিষয়টা পর্যালোচনা করে হয়তো পরেরবার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারি। আপাতত যেভাবে চলছে চলুক।


সর্বশেষ সংবাদ