নিখোঁজ আদনানের স্ত্রী

‘হয় তাকে আমার কাছে ফিরিয়ে দিন, নাহলে আমাকে তার কাছে নিয়ে যান’

সংবাদ সম্মেলনে আদনানের স্ত্রী সাবেকুন নাহার
সংবাদ সম্মেলনে আদনানের স্ত্রী সাবেকুন নাহার  © সংগৃহিত

ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানসহ চার জন নিখোঁজের ষষ্ঠ দিন আজ। তার সন্ধানের দাবিতে আজ বুধবার (১৬ জুন) আদনানের পরিবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ঢাকা রিপোর্টাস ইউনিটে দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলনটি আয়োজিত হয়। যেখানে নিখোঁজ আদনানের স্ত্রী সাবেকুন নাহার বক্তব্য রাখেন।

সাবেকুন নাহার সংবাদ সম্মেলনে কান্নারত অবস্থায় হাত জোর করে গণমাধ্যমকর্মীদের নিকট জাতি, প্রধানমন্ত্রী ও প্রশাসনের কাছে বিষয়টি তুলে ধরার অনুরোধ জানিয়েছেন। তিনি আরো বলেন, ‘আমার অনুরোধ আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন, না হলে আমাকে তার কাছে নিয়ে যান। উনি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয়, একেবারে নিরীহ একজন মানুষ। হয়তো ওনাকে নিয়ে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। উনি কোনো অপরাধ করে থাকলে তার শাস্তি হবে কিন্তু ওনাকে ফিরিয়ে দিতে সাহায্য করুন। আমি মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত এবং দুর্বল হয়ে পড়েছি। যদি আমার কথায় কোনো ভুল কিছু দৃষ্টিগোচর হয় আমাকে ক্ষমা করবেন।’

তিনি ওই রাতের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, ‘সে নিখোঁজ হয়েছে ঢাকা থেকে। সর্বশেষ যোগাযোগ অনুযায়ী গাবতলী পার হয়ে মিরপুর ১১ নম্বরের কাছাকাছি কথা হয়েছে। সে বলেছে, ১০ বা ১৫ মিনিটের মধ্যে পৌঁছে যাবে এবং আমার সাথে লোকেশন শেয়ার করেন। এরপর থেকে তার ফোন ডিসকানেক্টেড হয়ে যায়। আমাকে টেলিফোনে বলেছিলেন, দুটি মোটরসাইকেলে দুজন তাদেরকে অনুসরণ করছিলো। একপর্যায়ে তাদের তারা আর দেখতে পাননি।’

তিনি আরো বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি, র‌্যাব অফিসে গেছি, থানায় থানায় মামলার করার জন্য ঘুরেছি। আমার আর কি করার আছে আপনারা বলুন।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence