লকডাউন বাড়ল ১৬ জুন পর্যন্ত

লকডাউন
লকডাউন  © ফাইল ফটো

করোনা ভাইরাসের বিস্তার রোধে দেশে চলমান লকডাউনের মেয়াদ আরেক দফা বাড়ানো হয়েছে। আগামী ১৬ জুন পর্যন্ত লকডাউন বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রবিবার (৬ জুন) চলমান লকডাউন আরও সাতদিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রী পরিষদ বিভাগ।

লকডাউন বাড়ানো হলেও গণপরিবহন চলাচল অব্যাহত থাকবে। এছাড়া হোটেল-মোটেল স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। তবে সীমান্তবর্তী জেলাগুলোতে কঠোরভাবে লকডাউন পালন করা হবে।

মন্ত্রী পরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা ভাইরাসের বর্তমান পপরিস্থিতি বিবেচনায় পূর্বের বিধিনিষেধ বহাল পূর্বক চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। রবিবার (৬ জুন) মধ্যরাত থেকে আগামী ১৬ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন বহাল থাকবে।


সর্বশেষ সংবাদ