যার যেখানে যতটুকু জায়গা আছে গাছ লাগান: প্রধানমন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ জুন ২০২১, ০৩:১৪ PM , আপডেট: ০৫ জুন ২০২১, ০৩:২৯ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজেদের আর্থিক স্বচ্ছতা আনতে, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের বিকল্প নেই। যার যেখানে যতটুকু জায়গা আছে গাছ লাগান।
শনিবার (৫ জুন) গগণভবনে জাতী বৃক্ষরোপন-২০২১ এর উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আজ বিশ্ব পরিবেশ দিবস। আমি বৃক্ষরোপন করলাম। আমি দেশবাসীর প্রতি আহবান জানাব, আপনারাও গাছ লাগান। যার যেখানে যতটুকু জায়গা আছে গাছ লাগান।
শেখ হাসিনা বলেন, আমি চাইবো আপনারা কমপক্ষে তিনটি গাছ লাগান। সেটি না পারলে অন্তত একটি করে গাছ লাগান। সকলেরই একটি বনজ, একটি ভেষজ ও একটি ফলজ উদ্ভিদ গাছ লাগানো উচিত।