সাংবাদিক রোজিনার মামলা তদন্ত করবে গোয়েন্দা পুলিশ

আদালতে নিয়ে যাওয়া হচ্ছে রোজিনা ইসলামকে
আদালতে নিয়ে যাওয়া হচ্ছে রোজিনা ইসলামকে  © ফাইল ফটো

দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের মামলার তদন্ত করতে দায়িত্ব দেয়া হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে। বুধবার (১৯ মে) ডিবিতে এই মামলার নথিপত্র হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পুলিশের রমনা জোনের অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশীদ।

তিনি বলেন, বুধবার সকালে মামলাটির তদন্তভার ডিভিকে দেয়া হয়েছে। তারাই এখন মামলাটি পরিচালনা করবে।

এদিকে মামলার নথিপত্র বুঝে পাওয়ার বিষয়টি ডিবির একাধিক সূত্র নিশ্চিত করেছেন। তবে এখনো মামলার তদন্ত কর্মকর্তা ঠিক করা হয়নি বলেও জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, গত সোমবার সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ্য প্রদিবেদক রোজিনা ইসলাম হেনস্তার শিকার হন। এসময় তাকে প্রায় ৬ ঘণ্টা সচিবালয়ে আটকে রাখা হয়। পরে রাষ্ট্রীয় গোপন নথি চুরির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।


সর্বশেষ সংবাদ