করোনাকালীন বাজেটে মূল চ্যালেঞ্জ ৪টি, জানালেন দেবপ্রিয় ভট্টাচার্য

  © ফাইল ফটো

মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে এবারের জাতীয় বাজেটের ৪টি মূল চ্যালেঞ্জের কথা জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। শনিবার (৬ জুন) অনলাইনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) রয়্যাল ইকোনোমিকস ক্লাবের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ চ্যালেঞ্জের কথা জানান তিনি।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, করোনাভাইরাস আমাদের বিভিন্ন খাতের দূর্বলতাগুলো ধরিয়ে দিয়েছে; এখন আমাদের উচিত হবে এবারের বাজেটে সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা।

দেবপ্রিয় ভট্টাচার্যের তুলে ধরা এবারের বাজেটের ৪টি চ্যালেঞ্জ হলো-

প্রথমত, বাজেটটা হতে যাচ্ছে কোভিড-১৯ এর কোন খাতে কি অভিঘাত হয়েছে তার মূল্যায়ন ব্যতিরেকে একটা অন্ধকারের ভেতর।

দ্বিতীয়ত, যেহেতু মূল্যায়ন নেই, সেহেতু আগের বাজেটের সাথে যে মধ্যমেয়াদী পরিকল্পনা থাকে, তার বেইসমেন্ট এখন খুব জটিল অবস্থায় আছে।

তৃতীয়ত, ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পুরো কনসেপ্ট তছনছ করে দিয়েছে কোভিড-১৯।

চতুর্থত: বাংলাদেশের উন্নয়ন উপাখ্যান প্রবৃদ্ধি নির্ভর, প্রবৃদ্ধির ধারণা নির্ভর বাজেট হলে আমরা আবারও গতানুগতিকতার দিকে ফিরে যাবো।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ সচিব অধ্যাপক ড. শামসুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী প্রমুখ।


সর্বশেষ সংবাদ