বিজ্ঞান জাদুঘরের উদ্যোগে ইন্দোনেশিয়ায় শিক্ষাসফর

  © ফাইল ফটো

ইন্দোনেশিয়ার ইউগার্টা নগরীর বিভিন্ন জাদুঘর পরিদর্শন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জ্ঞান আহরণের উদ্দেশ্যে শিক্ষাসফরে যাচ্ছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় ৬ জন শিশু-কিশোর শিক্ষার্থী দলটি দলটি দেশ ছাড়ার কথা রয়েছে।

শিক্ষাসফরে অংশগ্রহণকারীদের মধ্যে ঝিনাইদহের সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি অ্যান্ড হাই স্কুলের ০৬ জন শিক্ষার্থী রয়েছেন। সফরসঙ্গী হিসেবে থাকছেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞান জাদুঘরের আরও ০৩ জন কর্মকর্তা।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘নিছক বিদেশ ভ্রমণ নয়, বিদেশ থেকে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নততর ধারণা আহরণ এবং তা দেশের কল্যাণে কাজে লাগানোর লক্ষ্যে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এ সফরের আয়োজন করেছে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence