গুগল সার্চে শীর্ষে শিক্ষামন্ত্রী দীপু মনি

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি
শিক্ষামন্ত্রী ড. দীপু মনি  © ফাইল ফটো

চলতি বছরে সার্চ জায়ান্ট গুগল ট্রেন্ডস বাংলাদেশে শীর্ষদের মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। গুগল ট্রেন্ডসের প্রকাশিত ব্যক্তির তালিকায় শীর্ষ ১০তম স্থানে রয়েছেন তিনি। গুগল থেকে সারা বছরের অনুসন্ধানের ওপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

সার্চ তালিকার শীর্ষে যেমন রয়েছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ, আইসিসি ওয়ার্ল্ড কাপের মতো বিষয়গুলোর নাম, ঠিক সেভাবেই তালিকায় জায়গা করে নিয়েছে সাকিব আল হাসান, কিয়ানু রিভস-ও।

আবার খবরের ক্ষেত্রে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে ঘূর্ণিঝড় ফণী, ঘূর্ণিঝড় বুলবুল শিক্ষা বোর্ড ফলাফল ইত্যাদি।

গুগল ট্রেন্ডস সাইট বলছে, এবারের গুগল টপ ট্রেন্ডিং সার্চে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে সিলেট ও বরিশাল বিভাগ।

সবচেয়ে বেশি সার্চ হওয়া বিষয় বাংলাদেশ বনাম ভারত ম্যাচের ক্ষেত্রে সবচেয়ে বেশি সার্চ ট্রাফিক এসেছে বরিশাল বিভাগ থেকে, ব্যক্তি তালিকার শীর্ষে থাকা সাকিব আল হাসানকে নিয়ে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে সিলেট বিভাগ থেকে।

আর সংবাদ তালিকার শীর্ষে থাকা শিক্ষা বোর্ড ফলবিষয়ক সংবাদে সবচেয়ে বেশি সার্চ ট্রাফিক এসেছে বরিশাল বিভাগ থেকে।

সবচেয়ে বেশি সার্চ হয়েছে যে বিষয়গুলো

১. বাংলাদেশ বনাম ভারত

২. ক্রিকবাজ লাইভ স্কোর

৩. এসএসসি ফল-২০১৯

৪. আইসিসি ওয়ার্ল্ড কাপ-২০১৯

৫. কোপা আমেরিকা-২০১৯

৬. ৯ অ্যাপস

৭. এইচএসসি ফল-২০১৯

৮. র‌্যাবিটহোলবিডি

৯. এইচ৫গেইম

১০. ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

সবচেয়ে বেশি সার্চ হয়েছে যে সংবাদগুলো

১. শিক্ষা বোর্ড ফলাফল

২. ঘূর্ণিঝড় ফণী

৩. ঘূর্ণিঝড় বুলবুল

৪. ডেঙ্গুজ্বরের লক্ষণ

৫. ডিসি জামালপুর

৬. বাবরি মসজিদ

৭. ডাকসু

৮. কাশ্মীর

৯. অ্যামাজন রেইনফরেস্ট

১০. নেইমার ট্রান্সফার

সবচেয়ে বেশি সার্চ হওয়া ব্যক্তি

১. সাকিব আল হাসান

২. মোহম্মদ নাইম

৩. আফিফ হোসেন

৪. সারা আলি খান

৫. সামজ ভাই

৬. মুশফিকুর রহিম

৭. মোহাম্মদ মিঠুন

৮. কিয়ানু রিভস

৯. আরমান আলিফ

১০. ড. দীপু মনি

তালিকা

দেখুন: গুগল সার্চে শীর্ষে জামালপুরের সেই ডিসি

বিশ্বে এ বছর ব্যবহারকারীরা গুগলে রাগবি ওয়ার্ল্ড কাপ, হোয়াট ইজ এরিয়া ৫১, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, গেম অব থ্রোনসের মতো বিষয়গুলো সবচেয়ে বেশি সার্চ করেছেন।

এ বছর যুক্তরাষ্ট্রে গুগল অনুসন্ধানের শীর্ষে রয়েছে ডিজনি প্লাস ও ব্যাবি ইয়োদা। এ ছাড়া বৈশ্বিকভাবে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ম্যাচও রয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence