ভারতে ইলিশ রফতানি হওয়ায় খুশি তসলিমা নাসরিন

  © ফাইল ফটো

দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা হিসেবে ৫০০ টন ইলিশ রফতানি করা হচ্ছে ভারতে। শুল্কমুক্ত সুবিধায় প্রতি কেজি ইলিশের মূল্য ধরা হয়েছে ছয় ডলার (প্রায় ৫০০ টাকা)। ভারতে ইলিশ পাঠানোর অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এ খবরে অনেকেই সমালোচনা করলেও ইতিবাচক হিসেবে দেখছেন ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি বলেছেন,  ‘আগে তো ৫ হাজার থেকে ৮ হাজার টন ইলিশ যেত বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে। তারপর কী হলো? ২০১২ থেকে ইলিশ রফতানি বন্ধ। কেন?’

তিনি বলেন, ‘সম্ভবত তিস্তার পানির ভাগ না পাওয়াতে বাংলাদেশ রাগ করেছিল। হঠাৎ সাত বছর পর রাগ অভিমান ধুয়ে জল করে দিল। নিষেধাজ্ঞা তুচ্ছ করে ইলিশ রফতানি করতে বাংলাদেশের মন চাইলো। কেন? পুজোর উৎসবে ইলিশ খাক বাঙালি। ৫০০ টন ইলিশ আসছে এ পুজোয়।’

তিনি বলেন, ‘এই নিষেধাজ্ঞা ফিষেধাজ্ঞাগুলো আমার অসহ্য লাগে। দিল্লিতে সাতটা বছর গুজরাটের ঘাসের-স্বাদের ইলিশকে পদ্মার সুস্বাদু ইলিশ ভেবে কিনেছি। মাছের দোকানিরা তো তাই করে, হাবিজাবি জলের ইলিশকে পদ্মার বলে চালায়, আর ক্রেতার পকেট ফাঁকা করে চলে যায়।’

তসলিমা নাসরিন বলেন, ‘ইলিশ রফতানি চলুক। পদ্মার ইলিশ খাওয়ার অধিকার এপার ওপার সব বাঙালির সমান। নদীর কোনো ধর্ম নেই। ইলিশের কোনো ধর্ম নেই। এরা দেশভাগ কাকে বলে জানে না।’


সর্বশেষ সংবাদ