ডেঙ্গু মোকাবেলায় একযোগে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

  © ফাইল ফটো

ডেঙ্গু মোকাবিলায় সতর্কতা ও সচেতনতা আরো বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জেলা শহরগুলোতে এর প্রাদুর্ভাব ঠেকাতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।

রোববার (১৮ আগস্ট) সকালে নিজ কার্যালয়ের কর্মকর্তাদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় একথা বলেন তিনি।

ঈদের পর প্রথম দিন কার্যালয়ে এসেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান শেখ হাসিনা। বৈঠকে, দেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে তাঁর কার্যালয়ের কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন তিনি।

শেখ হাসিনা বলেন, উন্নয়নের ধারা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। দুর্নীতি দমনে দুদক যথেষ্ঠ সক্রিয় উল্লেখ করে তিনি জানান- ঘুষ প্রদানকারীও অপরাধী, তাদেরও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এ সময়, বন্যা ও ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কর্মকর্তাদের সজাগ থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।


সর্বশেষ সংবাদ