ধর্ষণের প্রতিবাদে শাহবাগে শামসুন নাহার হলের সাবেক ভিপি ইমির লাগাতার অবস্থান কর্মসূচি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০১:২৩ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৮ PM

দেশব্যাপী নারী ধর্ষণ, নির্যাতন ও হেনস্তার প্রতিবাদে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন নাহার হল সংসদের সাবেক ভিপি ও জাতীয় নাগরিক কমিটির সদস্য এসকে তাসনিম আফরোজ ইমি। শনিবার মধ্যরাত ১২টার পর থেকে তিনি এই কর্মসূচি শুরু করেছেন।
পরে ফেসবুকের এক পোস্টে ইমি জানান, আজকে নারী দিবসের গুরুত্বপূর্ণ দুইটা ইভেন্টে দাওয়াত ছিল। আমি সব ক্যান্সেল করে রাজপথ বেছে নিয়েছি। মানুষের কষ্ট, যন্ত্রণা তাদের মতো করে সহ্য করতে না পারি, রাস্তায় থাকার কষ্টটুকু মেনে নিতেই পারি।
তিনি আরও জানান, সকল যোদ্ধা নারীকে নারী দিবসের শেষ মুহূর্তের শুভেচ্ছা। জাদুঘরের সামনে অবস্থান করছি। আপনারা কেউ আসলে ভালো লাগবে। সাদর আমন্ত্রণ রইল।