গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত
- গোপালগঞ্জ প্রতিনিধি
- প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৪:২৬ PM , আপডেট: ০৮ মার্চ ২০২৫, ০৪:২৬ PM

গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচি পালন করে।
‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্যে আজ শনিবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লাখসানা লাকীসহ অনেকে বক্তব্য দেন।
অপর দিকে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মঈনুল হকের সভাপতিত্বে মহিলাবিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, যুব উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার দাস, পৌরসভার কর নির্ধারক শেখ মোস্তাইন বিল্লাহ প্রমুখ বক্তব্য দেন।
সভায় বক্তারা বলেন, ‘আমাদের সমাজে নারীদের সম্মান ও সমঅধিকার নিশ্চিত করতে হয়ে। যাতে নারীরাও সাবলম্বী হয়ে দেশকে এগিয়ে নিতে পারে। নারীদের শিক্ষা ও স্বাধীনতা নিশ্চিত করতে পারলে একটি শিক্ষিত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।’