বাগেরহাটে নানা আয়োজনে নারী দিবস পালিত
- বাগেরহাট প্রতিনিধি
- প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০১:৩৪ PM , আপডেট: ০৮ মার্চ ২০২৫, ০১:৩৪ PM

বাগেরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার (৮ মার্চ) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এ্যাকশনএইড বাংলাদেশ, ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম, উদয়ন বাংলাদেশ, এ্যাডাপসহ কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে বাগেরহাট প্রেসক্লাবে সনাক, বাগেরহাটের সভাপতি অ্যাডভোকেট শাহ আলম টুকুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ। এ সময়, অধ্যাপক আব্দুর রব চৌধুরি, বাগেরহাট জেলা আইনজীবি সমিতির সদস্যসচিব অ্যাডভোকেট মোশাররফ হোসেন মন্টু, বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে সরকারি প্রধান কৌশলী (পিপি) অ্যাডভোকেট মাহবুব মোরশেদ লালন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, অধ্যক্ষ ঝিমি মন্ডলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মাগুরার সেই শিশুর অবস্থা আশঙ্কাজনক, মেডিকেল বোর্ড গঠন
বক্তারা, নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ ও নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে।
এ ছাড়া দিবসটি উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটে কর্মরত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে।