নারী দিবস কীভাবে এলো, প্রতীক বেগুনি রং কেন

নারী দিবস পালন হচ্ছে আজ
নারী দিবস পালন হচ্ছে আজ  © সংগৃহীত

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন/নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বে পালিত হচ্ছে দিবসটি। এ দিবস কেন, কীভাবে এলো তা অনেকেরই অজানা। চলুন আজকের  এই বিশেষ দিনে, দিবসটি পালনের ইতিহাস জেনে নেওয়া যাক

পটভূমি
১৮৫৭ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুচ কারখানার নারী শ্রমিকেরা দৈনিক শ্রম ১২ ঘণ্টা থেকে কমিয়ে আট ঘণ্টায় আনা, ন্যায্য মজুরি এবং কর্মক্ষেত্রে সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবিতে সোচ্চার হয়েছিলেন। আন্দোলন করার অপরাধে সেসময় গ্রেফতার হন বহু নারী। কারাগারে নির্যাতিত হন অনেকেই।

তিন বছর পরে ১৮৬০ সালের একই দিনে গঠন করা হয় ‘নারীশ্রমিক ইউনিয়ন’। ১৯০৮ সালে পোশাক ও বস্ত্রশিল্পের কারখানার প্রায় দেড় হাজার নারীশ্রমিক একই দাবিতে আন্দোলন করেন। শিল্পের কারখানার প্রায় দেড় হাজার নারীশ্রমিক একই দাবিতে আন্দোলন করেন। অবশেষে আদায় করে নেন দৈনিক আট ঘণ্টা কাজ করার অধিকার।

৮ মার্চ কেন এ দিবস
১৯১০ সালের ৮ মার্চ ডেনমাকের্র কোপেনহেগেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মানির নেত্রী ক্লারা জেটকিন আন্তর্জাতিক নারী দিবসের ধারণাটি উত্থাপন করেন। তবে  তিনি নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি।

বিবিসির প্রতিবেদন অনুসারে, ১৯১৭ সালের রুশ বিপ্লবের আগ পর্যন্ত দিনটি আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট করা যায়নি। একই বছর রুশ নারীরা ‘রুটি এবং শান্তি’-এর দাবিতে তৎকালীন জারের (রাশিয়ার সম্রাট) বিরুদ্ধে ধর্মঘট শুরু করেন। ধর্মঘটের চতুর্থ দিনে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় জার। এরপরই রাশিয়ার অস্থায়ী সরকার তখন নারীদের আনুষ্ঠানিক ভোটাধিকার দিয়েছিলেন।

সে সময় রাশিয়ায় প্রচলিত জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ২৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল নারীদের ধর্মঘট। আর গ্রেগরিয়ান ক্যালেন্ডারে এই দিনটি ছিল ৮ মার্চ। পরবর্তীতে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ৮ মার্চকেই আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো পড়ুন: নারীর সুরক্ষার দায়িত্ব যাদের, তারাই অসম্মান করলে কান্নারাও তুচ্ছের হাসি হাসে

জাতিসংঘের স্বীকৃতি
জাতিসংঘ ১৯৭৫ সালকে ‘আন্তর্জাতিক নারী বর্ষ’ ঘোষণা করে। একই বছর বিশ্ব সংস্থাটি প্রথমবারের মতো ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করে। দুই বছর পর ১৯৭৭ সালে জাতিসংঘ ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।

এ স্বীকৃতির মধ্য দিয়ে দিবসটি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক রূপ পায়। এরপর থেকে দিনটিকে জাতিসংঘের সদস্য দেশগুলো সরকারিভাবে নারী দিবস হিসেবে পালন করে আসছে।

নারী দিবসের প্রতীক
আন্তর্জাতিক নারী দিবসের ওয়েবসাইট অনুযায়ী এ দিবসের প্রতীক বেগুনি, সবুজ এবং সাদা। বেগুনি রং দিয়ে ন্যায়বিচার ও মর্যাদাকে বোঝানো হয়। সবুজ আশার প্রতীক আর সাদা শুদ্ধতার।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence