নির্বাচনে ব্যাঘাত সৃষ্টি করবে এমন কোনো সিদ্ধান্ত নেবে না সরকার: ইসি

এ এম এম নাসির উদ্দিন
এ এম এম নাসির উদ্দিন  © টিডিসি ফটো

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যাঘাত সৃষ্টি করতে পারে সরকার থেকে এমন কোন সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (৬ মার্চ) এনআইডি অনুবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচিতে এসে এ কথা বলেন তিনি। 

জানা গেছে, আজ বৃহস্পতিবার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখতে এবং সরকারের নেওয়া উদ্যোগের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরের সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা।

এসময় আগামী বুধবারের মধ্যে দৃশ্যমান পদক্ষেপের আশ্বাস দিয়ে  সিইসি বলেন, সরকার থেকে এমন কোন সিদ্ধান্ত নেয়া হবে না যাতে সামনের জাতীয় নির্বাচনকে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। অতি শীঘ্রই এ ব্যাপারে পদক্ষেপ নিতে ইসি থেকে সরকারের কাছে লিখিত চিঠি পাঠানো হবে। 

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করেন এনআইডি অনুবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।  
তবে দাবি আদায় না হলে আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে কর্মকর্তারা বলেন, আগামী বুধবারের (১২ মার্চ)  মধ্যে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা না হলে, আগামী বৃহস্পতিবার (১৩ মার্চ) থেকে মানববন্ধন কর্মসূচি পালন করবে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। 

তারা আরও বলেন, আগামী বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সারাদেশের নির্বাচন অফিস সচিবালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। পরবর্তীতে অগ্রগতি না হলে কঠোর কর্মসূচির ঘোষণা আসবে।


সর্বশেষ সংবাদ