দখল-দূষণে মৃতপ্রায় পিরোজপুরের খাল, দুর্ভোগে পৌরবাসী

দখল-দূষণে মৃতপ্রায় খাল
দখল-দূষণে মৃতপ্রায় খাল  © সংগৃহীত

দখল-দূষণে অস্তিত্ব সংকটে পিরোজপুর শহরের খাল ও ড্রেন। প্রায় দেড়শ বছরের পুরোনো পিরোজপুর পৌরসভার ৪২টি খালের অধিকাংশই এখন দখলদারদের হাতে। ৬০ কিলোমিটারেরও বেশি ড্রেন পরিণত হয়েছে ময়লা-আবর্জনার স্তূপে। ফলে মশা আর জলাবদ্ধতায় অতিষ্ঠ পৌরবাসী।

একসময়ের প্রবহমান ঝাটকাঠি ভারান খাল এখন আবর্জনার স্তূপ। পিরোজপুর পৌরসভা ১৮৮৫ সালে ইউনিয়ন থেকে পৌরসভায় উন্নীত হলেও অপরিকল্পিত নগরায়ণের কারণে এই দুর্দশা। প্রায় ৩০ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভার ৪২টি খালের বেশিরভাগই দখল করে গড়ে তোলা হয়েছে বিভিন্ন স্থাপনা। ফলে একদিকে যেমন পানি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে, অন্যদিকে খালগুলো ভরাট হয়ে জলাবদ্ধতা তৈরি করছে। ড্রেনগুলো ময়লার ভাগাড়ে পরিণত হওয়ায় শহরের ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে।

সরজমিনে দেখা যায়, খাল গুলোর পাশে যে যার মতো ময়লা-আবর্জনা ফেলে মশার প্রজননক্ষেত্র পরিনত করা হয়েছে। দুর্গন্ধে ফলে এলাকাবাসী ও স্কুলগামী শিক্ষার্থীদের রাস্তার পাশ থেকে চলাফেরা করার জন্য বেগ পেতে ইচ্ছে। ফলে পৌরবাসী নানা ধরনের রোগ ব্যাধিতে পতিত হচ্ছে। জনজীবনে ডেঙ্গুসহ মশা বাহিত নানা ধরনের রোগ ব্যাধির আতঙ্ক বিরাজ করছে। 

লিয়াকত আলী নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, খাল দখল ও দূষণের কারণে মশা ও দুর্গন্ধে এলাকায় বসবাস করা কঠিন হয়ে পড়েছে। খালগুলো এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।

পৌর বাসিন্দা মুক্তা বলেন, আমাদের মধ্যে সারাদিন মশা আতঙ্ক বিরাজ করে। আমার সন্তানকে স্কুলে পাঠাতে ভয় করে। বাসায় দিনের বেলাতেও মশারি টাঙিয়ে ঘুমাতে হয়।

পৌরসভার প্রবিন বাসিন্দা মোজাম্মেল শেখ বলেন, ৩০ বর্গকিলোমিটারের এই পৌরসভায় লক্ষাধিক মানুষের বসবাস। খাল দখল ও ড্রেন দূষণের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। যদি সময় মতো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে। 

পৌরসভার নির্বাহী প্রকৌশলী ধ্রুব লাল দত্ত বণিক বলেন, দখলকৃত খাল ফিরে পাওয়া ও পুনর্খননের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিন বলেন, অবৈধ ব্যুৎপত্তির হাত থেকে খালগুলো পুনরুদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে। বরাদ্দ সাপেক্ষে দ্রুতই খালগুলো দখলমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence