এবার নভোথিয়েটারে থাকছে না বঙ্গবন্ধুর নাম
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০৫:৫৮ PM , আপডেট: ০৪ মার্চ ২০২৫, ০৫:৫৮ PM

রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার থেকে বঙ্গবন্ধুর নাম সরে যাচ্ছে। আজ মঙ্গলবার (৪ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এই তথ্য জানায়। এর আগে আগে ৪ দফা পাল্টানো হয়েছিল দেশের বিজ্ঞানভিত্তিক বিনোদন কেন্দ্র নভোথিয়েটারের নাম।
নভোথিয়েটার সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ঢাকা নভোথিয়েটার প্রকল্পের প্রস্তাব অনুমোদনের জন্য একনেক সভায় উপস্থাপিত হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে ১৯৯৭ সালের ১৩ই মার্চ প্রথমবারের মতো ঢাকা নভোথিয়েটারের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার’ নামকরণ করে প্রকল্পটি একনেক সভায় অনুমোদিত হয়।
২০০১ সালে সরকার পরিবর্তনের পর প্রকল্পটি সংশোধনের সময় ফের পরিবর্তন করা হয় নাম। দ্বিতীয় দফায় একনেক সভায় ঢাকা আধুনিক নভোথিয়েটার নামকরণ করা হয়। তবে সেই নামও টেকেনি বেশিদিন। প্রকল্প সমাপ্তির পর অর্থাৎ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের দিন ও তারিখ নির্ধারণের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে সারসংক্ষেপ পাঠানো হয়। তখন তৃতীয় দফা নাম পরিবর্তনের প্রস্তাব করেন বেগম খালেদা জিয়া। ঢাকা আধুনিক নভোথিয়েটার-এর নাম পরিবর্তন করে তখন ভাসানী নভোথিয়েটার নামকরণ করার নির্দেশনা দেন তিনি। তখন থেকে ভাসানী নভোথিয়েটার হিসাবে পরিস্থিতি পায় সর্বত্র।
আরও জানা যায়, বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকার আমলে ভাসানী নভোথিয়েটার নামে প্রতিষ্ঠানটি পরিচালনা হলেও ফের শেখ হাসিনা সরকার এসে সেটি পরিবর্তন করে। চতুর্থ দফায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার নামকরণ করে ২০১০ সালে সংসদে ৭ নং আইন হিসেবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার’-আইন-২০১০ পাস হয়। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিজয় সরণিতে অবস্থিত নভোথিয়েটারের নামফলক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লেখা তুলে নিয়ে যায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।