নন-এমপিও শিক্ষকদের দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারকে বাধ্য করা হবে: শিবির সেক্রেটারি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৫:০১ PM , আপডেট: ০৩ মার্চ ২০২৫, ০৫:৩৪ PM

স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির দাবি জানিয়ে ৯ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন নন এমপিওভুক্ত শিক্ষকরা। আজ সোমবার (৩ মার্চ) তাদের এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।
সাদ্দাম বলেন, ‘নন-এমপিও শিক্ষকদের দাবির সাথে সমর্থন জানিয়ে তাদের এমপিওভুক্তির জোর দাবি জানাচ্ছি। বাংলাদেশে কয়েকটি সংস্কার কমিশন গঠন করা হলেও, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, শিক্ষা সংস্কার কমিশন এখনো গঠন করা হয়নি। যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। এটা জাতি হিসেবে আমাদের জন্য দুর্ভাগ্যজনক।’
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি বলেন, ‘শিক্ষাকে বলা হয় জাতির মেরুদন্ড। একটা জাতির মেরুদন্ড ঠিকমতো দাঁড়িয়ে থাকতে না পারলে, সে জাতিও ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারে না। মানুষ গড়ার কারিগর এই শিক্ষকরা দিনের পর দিন এখানে অবস্থান করছেন। আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা অনতিবিলম্বে শিক্ষকদের দাবিগুলো মেনে নিন। অন্যথায়, ছাত্র সমাজ তাদের সাথে নিয়ে আপনাদেরকে দাবি মানাতে বাধ্য করবে।’
তিনি বলেন, ‘এ দেশে কর্মক্ষম যুবকের সংখ্যা বেশি হওয়ার পরেও, এই কর্মক্ষম যুব সমাজকে কারিগরি শিক্ষা, যথোপযুক্ত শিক্ষা দিয়ে সম্পদে পরিণত করার পরিবর্তে আওয়ামী ফ্যাসিবাদের আধিপত্যের করাল গ্রাস তাদের পিছিয়ে দিয়েছিল। আমরা আশা করছি, অন্তর্বর্তী সরকারের এ বিষয়ে বোধদয় হবে। তারা অতিদ্রুত শিক্ষা সংস্কার কমিশন গঠন করে শিক্ষার যে, হ-য-ব-র-ল অবস্থা বাংলাদেশকে একে একে পিছিয়ে দিয়েছিল, সেটা পুনর্গঠন করবে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের যারা দক্ষ করে গড়ে তুলবে সেই শিক্ষকদের যদি বেতন-ভাতা ঠিকমতো না দেওয়া হয়, তাদের ঠিকমতো প্রশিক্ষণের ব্যবস্থা করা না হয়, তাহলে কখনোই একটি জাতি গঠিত হতে পারে না। আওয়ামী ফ্যাসিবাদ চেয়েছে আমাদের মেরুদন্ড ভেঙে দিয়ে এ রাষ্ট্রকে অকার্যকর করে দিতে। আমরা আশা করছি বর্তমান সরকার তাদের দাবিগুলো মেনে নিবে, তাদের সাথে বসবে।’