প্রধান উপদেষ্টাকে সালাহউদ্দিন আহমেদের হুঁশিয়ারি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ০৫:৪৬ PM , আপডেট: ০১ মার্চ ২০২৫, ০৬:১৩ PM

প্রধান উপদেষ্টাকে চলতি মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি এই সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা না করা হয়, তাহলে রাজনৈতিক দলগুলো বসে পরবর্তী করণীয় ঠিক করবে।’
শনিবার (১ মার্চ) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সালাহউদ্দিন বলেন, ‘ইনিয়ে বিনিয়ে বিদেশি মিডিয়ায় না বলে দেশে সাংবাদিক সম্মেলন করে রোডম্যাপ ঘোষণা করুন। যদি সৎ উদ্দেশ্য থাকে, তাহলে নির্বাচন দিয়ে দিন। সংস্কার প্রস্তাব নিয়ে নির্বাচনী রোডম্যাপ ফেলে রাখার কোনো কারণ নেই।’
জাতীয় নাগরিক পাটির (এনসিপি) ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠার বিষয়ে প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, ‘গণতন্ত্রের মাঠে শত ফুল ফুটবে তাদের স্বাগত জানাবো। তাদের ঘোষণাপত্রে বলেছে-সেকেন্ড রিপাবলিক করবে, আমাদের প্রশ্ন বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? বর্তমান রিপাবলিক কি নেই। আপনারা তো সংস্কার কমিশনে সংশোধনী দিয়েছেন। গণপরিষদ নাম কেন হবে? আমরা কী নতুন করে স্বাধীন হওয়া দেশ? আমরা তো স্বাধীন রাষ্ট্র। বরং ফ্যাসিবাদ জমানা থেকে ফেরাতে সংশোধন জরুরি।’
তিনি আরও বলেন, যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলছেন, তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। কারণ তারা জাতীয় নির্বাচনে নিজেদের অবস্থান নিয়ে ভয় পান।
সালাউদ্দিন প্রশ্ন রাখেন, ‘৫ আগস্ট কী চেয়ারম্যান-মেম্বার নির্বাচনের জন্য হয়েছিল। এটার উদ্দেশ্য গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘস্থায়ী করা। এতে কারও কারও ক্ষমতায় খায়েশ পূরণ হবে।’
এ সময় দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।