১৬ বছরের জঞ্জাল এক বছরে পরিষ্কার করা সম্ভব নয়: ধর্ম উপদেষ্টা
- চুয়েট প্রতিনিধি
- প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৩ AM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৪ AM

অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘১৬ বছর ধরে যে লুটতরাজ চলেছে তা দেশকে খালি করে দিয়েছে। ১৬ বছরের জঞ্জাল এক বছরে পরিষ্কার করা সম্ভব নয়।’
জনগণের হককে নষ্ট করে দেশকে পঙ্গু বানানো কখনো দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে না। আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করার শপথ নিয়েছি। তবে বাস্তবতা হল, ১৬ বছরের জঞ্জাল একবছরে পরিষ্কার করা সম্ভব নয়।’
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আয়োজিত এক ইসলামিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
খালিদ হোসেন বলেন, ‘জনগণের হককে নষ্ট করে দেশকে পঙ্গু বানানো কখনো দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে না। আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করার শপথ নিয়েছি। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে এখনো দেশের রিজার্ভ থেকে টাকা খরচ করি নি। আমরা রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছি।’
সবাইকে ধর্ম চর্চার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘ধর্ম চর্চা শিক্ষায় বাধা হতে পারে না। ধর্ম মানুষকে পরিশুদ্ধ করে। আসুন সকলে প্রকৃত ধর্মের চর্চা করি এবং নৈতিক চরিত্রের অধিকারী হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করি। আর ইসলামকে মন ও হৃদয় দিয়ে ধারণ করি।’
চুয়েট ছাত্রকল্যাণ অধিদপ্তর আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম। সভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। এতে বিশেষ আলোচক ছিলেন আদ-দাওয়া ইলাল্লাহ এর পরিচালক আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক।