সরাসরি ভোটে খুলনা মহানগর বিএনপির সভাপতি হলেন শফিকুল, সম্পাদক তুহিন
- খুলনা প্রতিনিধি
- প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৬ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪২ PM
খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন শফিকুল আলম মনা। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শফিকুল আলম তুহিন। সোমবার (২৪) ফেব্রুয়ারী খুলনা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে নেতা-কর্মীদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হয়েছেন। এদিন সকাল সাড়ে ১০টায় সম্মেলন শুরু হয়। খন্ড খন্ড মিছিল সহকারে রঙ বেরঙয়ের ক্যাপ-টি শার্ট পরে ও প্লাকার্ড হাতে আসেন নেতা-কর্মীরা।
১৬ বছর পর এ সম্মেলনে উজ্জীবিত ছিলেন নেতাকর্মীরা। ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা কণ্ঠ শিল্পী বেবী নাজনিন, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, শামীমুল ইসলাম শামীম, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।
আরো পড়েন: ২৭ বছর বন্ধ বাকসু নির্বাচনের দাবিতে বাকৃবি ছাত্রদলের সদস্য সংগ্রহ কর্মশালা
সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা। সাংগঠনিক প্রতিবেদন পড়ে শোনান মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন। শোক প্রস্তাব পড়ে শোনান সৈয়দা রেহানা ঈসা। কণ্ঠশিল্পী বেবী নাজনিন অন্তবর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের আহবান জানান।
বিকেলে জেলা স্টেডিয়ামে শুরু হয় কাউন্সিল অধিবেশন। সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে লড়াই করেছেন ১২ জন। ভোটার ছিলেন ৫০৫ জন। এর আগে খুলনা মহানগর বিএনপির সবশেষ সম্মেলন হয়েছিল ২০০৯ সালের ২৩ নভেম্বর। ২০২১ সালের ৯ ডিসেম্বর গঠন হয়েছিল মহানগর বিএনপির আহবায়ক কমিটি।