আড়াই ঘন্টা পরও নিয়ন্ত্রণের বাইরে সাজেকের আগুন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৬ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৫ PM
সাজেক ভ্যালির রুইলুই এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে অবকাশ কটেজে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত আশপাশের রিসোর্ট ও বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০টি রিসোর্ট-কটেজ সম্পূর্ণ পুড়ে গিয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যটকরা আতঙ্কগ্রস্ত হয়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
জানা যায়, পাহাড়ের শীর্ষে অবস্থিত এই পর্যটনকেন্দ্রে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেনাবাহিনী ও স্থানীয়রাও আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। তবে দীঘিনালা ও খাগড়াছড়ি থেকে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ১০টি রিসোর্ট-কটেজ সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত রিসোর্টগুলোর মধ্যে রয়েছে— ইকোভ্যালি, অবকাশ, টিজিবি লুসাই, ছাউনি, আদ্র্রিকা, তরুছায়া, মেঘেরঘর, মর্নিংস্টার, তংথক ও মনটানা।
সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জানান, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আখতার জানিয়েছেন, ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ চিত্র আগুন নেভার পরই নিশ্চিতভাবে জানা যাবে।