কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নানা অনিয়ম, সত্যতা পেয়েছে দুদক
- দিনাজপুর প্রতিনিধি
- প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৬ AM , আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২২ PM

দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ঝটিকা অভিযান পরিচালনা করেছে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)। সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে দুদকের এনফোর্সমেন্ট দল এই অভিযান পরিচালনা করে। এতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যন্ত্রপাতি ক্রয় ও প্রশিক্ষণার্থীদের ভর্তি ফি সংক্রান্ত বিভিন্ন অনিয়মের প্রমাণ মেলে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এই অভিযান শুরু হয়।
ইসমাইল হোসেন বলেন, ‘দুদকের প্রধান কার্যালয়ে দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মালপত্র ক্রয় ও ছাত্রছাত্রী ভর্তি-সংক্রান্ত অর্থ আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। অভিযানের শুরুতেই প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাসুদ রানার কক্ষে যাই। কিন্তু তাকে সেখানে পাওয়া যায়নি। পরে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যাই। সেখান থেকে একটি মেটাট্রনিক ইন্টিগ্রেশন ট্রেনিং যন্ত্র উদ্ধার করা হয়। যার টেন্ডারে ‘মেইড ইন চায়না’ উল্লেখ থাকলেও সেটি আসলে 'মেইড ইন বাংলাদেশ' থেকে সংগ্রহ করেছেন। যন্ত্রটিও অচল অবস্থায় পাওয়া যায়।’
তিনি বলেন, ‘এ ছাড়া ফ্যাব্রিকস ইনস্পেকশন মেশিন কেনার কথা উল্লেখ রয়েছে। কিন্তু এই যন্ত্রটির কোনো উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি। এমনকি এই যন্ত্রটি কেনার কোনো উপযুক্ত প্রমাণ তারা দেখাতে পারেননি। ডিজিটাল ইন্টারটেকি বোর্ডে চারটি যন্ত্র কেনার কথা ৩২ লাখ টাকা দিয়ে। এ যন্ত্রগুলোর টেন্ডার-সংক্রান্ত সব কাগজপত্র চাওয়া হয়েছে। প্রাথমিকভাবে এখানেও অনিয়মের চিত্র উঠে এসেছে।’
সহকারী পরিচালক আরও বলেন, ‘প্রাথমিকভাবে পর্যালোচনায় দেখা গেছে, প্রায় ৩ কোটি টাকার অনিয়মের অভিযোগ রয়েছে অধ্যক্ষের বিরুদ্ধে। কিছু বিষয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।’