এনআইডির তথ্য যাচাইয়ে কড়াকড়ির সিদ্ধান্ত ইসির
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৩ PM , আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৮ PM

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির জানিয়েছেন, নির্বাচন কমিশনের সার্ভার থেকে কোনো তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানকে নাগরিকদের সম্পূর্ণ তথ্য যাচাইয়ের সুযোগ দেয়া হবে না। তথ্য ফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি গণমাধ্যমকে জানান।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমকর্মীদের সাথে সাক্ষাৎকালে এ তথ্য দেন এনআইডির ডিজি।
বর্তমানে নির্বাচন কমিশনের সঙ্গে চুক্তিবদ্ধ ১৮২টি প্রতিষ্ঠান জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাইয়ের কাজ করে। তবে সম্প্রতি কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে, যার ফলে পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলছে। এই পরিস্থিতিতে তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে।
এনআইডির ডিজি বলেন, এখন থেকে কোনো প্রতিষ্ঠান এনআইডির সার্ভারে প্রবেশ করে সরাসরি তথ্য যাচাই করতে পারবে না। প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র নির্দিষ্ট কিছু তথ্য যাচাইয়ের অনুরোধ করতে পারবে, এবং নির্বাচন কমিশন থেকে জানিয়ে দেয়া হবে সেই তথ্য সঠিক নাকি ভুল। ফলে, কোনো প্রতিষ্ঠানই আর নাগরিকদের ব্যক্তিগত তথ্য সম্পূর্ণরূপে দেখতে পারবে না। তথ্য ফাঁস রোধে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে, যা ভবিষ্যতে যেন না ঘটে সে জন্য নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ নিচ্ছে। এজন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে, যা অনুমতি ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও তদন্ত করতে পারবে। পাশাপাশি, তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মীদের সিকিউরিটি ক্লিয়ারেন্স গ্রহণ বাধ্যতামূলক করা হবে।
এনআইডি সংশোধনের কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে জানান ডিজি। তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য নেয়া ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে এখন পর্যন্ত ৫০ শতাংশ আবেদন নিষ্পত্তি হয়েছে এবং শিগগিরই বাকি আবেদনগুলোও সমাধান করা হবে।