স্থানীয় সরকার নির্বাচন কখন চান নুর?

নুরুল হক নুর
নুরুল হক নুর  © ফাইল ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন এখন হলেও কিছু ঝামেলা হবে, জাতীয় নির্বাচনের পরে হলেও কিছু ঝামেলা হবে। ফলে আমরা স্থানীয় নির্বাচন আগে চেয়েছি। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি এ কথা বলেন। 

নুর বলেন, কিছু দল বোঝাতে চেয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে তৃণমূলে সংঘাত, সহিংসতা বাড়বে। আওয়ামী লীগ মাথাচাড়া দেবে। আমার মনে হয়, এটা তাদের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ না। জাতীয় নির্বাচন যদি ডিসেম্বরে হয় তাহলে কিন্তু দশ মাস বাকি আছে, তাহলে এই দশ মাস কি স্থানীয় সরকারে প্রতিনিধিবিহীন থাকবে কী না? এই বিষয়টি বিবেচনার জন্য আমরা আহ্বান জানিয়েছি।  

নুর আরও বলেন, সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো কিছু কথা বলেছে। বেশিরভাগ রাজনৈতিক দল এই কথা বলেছে যে, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মোটামুটি আমরা সবাই একমত। আমরা চেয়েছিলাম আজকের মিটিং থেকে আওয়ামী লীগের বিষয়ে একটা সিদ্ধান্ত হোক।   

উপদেষ্টা পরিষদের কলেবর বাড়ানোর আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি।
 
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা শনিবার বেলা ৩টায় শুরু হয়। এ সভায় অংশ নেয় ২৬টি রাজনৈতিক দল ও জোটের প্রায় ১০০ জন নেতা।


সর্বশেষ সংবাদ