ময়মনসিংহে আসছেন আজহারী, ব্যাপক সমাগমের প্রস্তুতি
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৮ PM

ময়মনসিংহে মাহফিলে আসছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। মাহফিল ঘিরে জেলার সবচেয়ে বড় ভেন্যু সার্কিট হাউস মাঠ প্রস্তুত করা হয়েছে। ১০-১২ লাখ মানুষ উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। জানা গেছে, আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) তিনি ময়মনসিংহে আসছেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ কামরুল হাসান মিলন।
তিনি বলেন, মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মিজানুর রহমান আজহারী। সার্বিক প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। ৬০ ফুটের বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। এছাড়া দর্শকদের সুবিধার্থে ২২টি এলইডি স্ক্রিন ও দুই শতাধিক মাইক বসানো হয়েছে।
এদিকে, আয়োজন নির্বিঘ্ন করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাহফিলে পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি মাঠে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন পাঁচ হাজার স্বেচ্ছাসেবক।